
ওঙ্কার ডেস্ক: খুন্তি হাতে চপ ভাজছেন কাঞ্চন মল্লিক। সমাজমাধ্যমে শ্রীময়ী চট্টরাজ শেয়ার করেছেন সেই ভিডিও। মাঝেমধ্যেই নানা ভিডিও শেয়ার করেন অভিনেত্রী, সংসারের বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। কখনও বেড়াতে যাওয়া, কখনও বিশেষ দিন উদযাপন, আবার কখনও বা রোজকার সাধারণ মুহূর্ত সবকিছুই উঠে আসে তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে এবারের পোস্টে চমক অন্যরকম!
সম্প্রতি শ্রীময়ীর শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, কাঞ্চন মল্লিক রান্না করছেন। পাশে দাঁড়িয়ে শ্রীময়ীর মা, আর পাশে রয়েছেন শ্রীময়ী নিজেও। ভিডিওতে অভিনেত্রী মজা করে বলেন, “কাঞ্চন এখন আলুর পকোড়া বানাচ্ছে। কী গো, একটু তাকাও?” উত্তরে কাঞ্চন বলেন, “দাঁড়াও, মন দিয়ে করতে দাও।”
শ্রীময়ীকে আরও বলতে শোনা যায়, এই বিশেষ রান্নাটা কাঞ্চন তাঁর শাশুড়ির কাছ থেকে শিখেছেন, আর তাঁর দিদি ফোনে থেকে পুরো বিষয়টি তদারকি করছেন! আর তারপরেই শ্রীময়ী বলেন, “আর এদিকে কৃষভি কেঁদে চলেছে। বাবা রান্না করছে, সেই আনন্দে কেঁদে ফেলেছে!” অবশ্য, এটা যে নিছক মজা, তা তিনি নিজেই পরিষ্কার করেছেন।
সদ্যই প্রথম বিবাহবার্ষিকী পালন করেছেন তারকা দম্পতি। তাঁদের মেয়ে কৃষভিকেও সঙ্গে নিয়েই কাটিয়েছেন এই বিশেষ দিন। গত বছর ২ মার্চ তাঁরা সাতপাকে বাঁধা পড়েন। এরপর ২০২৪ সালের নভেম্বরে তাঁদের কন্যা কৃষভির জন্ম হয়।