
ওঙ্কার ডেস্ক: নতুন বছরে টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি হিন্দি ছবি এবং একটি ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে। ফিল্মমেকার পুলকিত দত্ত পরিচালিত এবং রাজকুমার রাও অভিনীত ‘মালিক’ ছবি এবং নীরজ পান্ডের সিরিজ ‘খাকি—দ্য বেঙ্গল চ্যাপ্টার’।
রাজকুমার রাওয়ের ৪০তম জন্মদিনে ছবির পোস্টার রিলিজ করে। জন্মদিনে ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘মালিক। জন্মেই না হতে পারলেও, তৈরি হয়ে উঠতে পারে’। ঠিক ছিল বুম্বাদার এই নতুন ছবি পর্দায় আসতে চলেছে আগামী জুন মাসে। ২০শে জুন মুক্তি পেতে চলেছে ‘মালিক’। কিন্তু অনুরাগীদের জন্য রয়েছে অন্য খবর, পিছিয়েছে ‘মালিক’ রিলিজের তারিখ। জুন নয়, জুলাইতে মুক্তি পেতে চলেছে ‘মালিক’। ২০২৫ সালের ১১ই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
টিপস ফিল্মস ও নর্দার্ন লাইটস ফিল্মস প্রযোজিত এই ছবিতে বুম্বাদার সঙ্গে থাকছেন রাজকুমার রাও। একেবারে নতুন রূপে ধরা দেবেন এক ভয়ঙ্কর গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে তাঁকে, যাঁর চোখে-মুখে ফুটে উঠবে উগ্রতা। অ্যাকশন আর থ্রিলে ভরপুর হবে এই ছবি, তা নির্মাতারা আগেভাগেই জানিয়ে দিয়েছেন।
পোস্টারে রাজকুমার রাওয়ের হাতে দেখা গেছে এ-কে ৪৭। পুলিশ গাড়ির বনেটে দাঁড়িয়ে রয়েছে গ্যাংস্টার। পোস্টার রিলিজের হতে না হতেই মেলে অভূতপূর্ব সাড়া। শুধু রাজকুমার রাওই নন, ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই প্রথম রাজকুমার একটি অ্যাকশন-থ্রিলার ছবিতে একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। পুলকিত দত্তের পরিচালনায় আসছে থ্রিলার এবং ড্রামা ছবি। ভারতের বিভিন্ন রাজ্যে ছবিটির শুটিং হয়েছে।