
ওঙ্কার ডেস্ক: প্রত্যেক মানুষই তার ভালবাসার মুহূর্ত গুলো সিনেমার মত দৃশ্যে ভাবতে চান অনেক সময়। আর এ যেন ঠিক যেন সিনেমাই। ট্রলিব্যাগ হাতে বিমানবন্দরে মনের মানুষকে দেখতে পেয়ে তরুণীর দৌড়। কাছাকাছি যেতেই বাহুলগ্না যুগলে। পারিপার্শ্বিক পরিবেশ যেন মাথায় থাকে না তখন। ঠিক এমনই প্রেমের মুহূর্তের ভিডিওতে সোশাল মিডিয়ায় ঋতাভরী শেয়ার করছেন সমাজমাধ্যমে।
সুমিত অরোরাকে বুকে জড়িয়ে ধরা ওই ভিডিও শেয়ার করে অভিনেত্রী লেখেন, “প্রত্যেকবার বিমানবন্দরে জড়িয়ে ধরার মুহূর্তরা দীর্ঘ! দীর্ঘতম আমরা যদি একে অপরের থেকে দূরে থাকি। দূরে দূরে থাকা খুবই কঠিন। কিন্তু যদি তুমি সঠিক মানুষ নির্বাচন কর প্রতিবারের মূল্য যেন… ৬ বছর। আমরা একসঙ্গে থাকি আর না থাকি। সব সমান। একে অপরকে দেখলে উত্তেজনা থাকে একইরকম।”
২০১৭ সাল। ‘নেকেড’ শর্টফিল্মের কাজে ব্যস্ত ঋতাভরী। তখনই কাজের সূত্রে সুমিত অরোরার সঙ্গে পরিচয় অভিনেত্রীর। ইতিমধ্যে সোশাল মিডিয়ায় বলিউডের চিত্রনাট্যকার সুমিতের ফ্রেন্ড রিকোয়েস্ট পান ঋতাভরী। বন্ধুত্বের প্রস্তাবে সাড়াও দেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় কথাবার্তা হত দু’জনের। ধীরে ধীরে কাছের বন্ধু থেকে প্রেমিক হয়ে যান সুমিত। চলতি মাসেই বাগদান পর্ব সেরেছেন ঋতাভরী ও সুমিত। সোশাল মিডিয়ায় নিজেই সুখবর জানান অভিনেত্রী। বৈশাখ বিয়ের মরসুম হলেও আপাতত ঋতাভরী-সুমিতের জীবনে যেন বসন্তে ভরা। বিমানবন্দরের আবেগঘন মুহূর্ত শেয়ার করার পর থেকে অনুরাগীদের শুভেচ্ছার বার্তায় ভরে গিয়েছে সমাজমাধ্যম।