
ওঙ্কার ডেস্ক: বিগত দু’-তিন বছর ধরেই দর্শকদের কৌতূহল, উৎকণ্ঠার অন্ত নেই বাংলার দাদা সৌরভ গাঙ্গুলির বায়োপিক বড় পর্দায় কবে দেখা যাবে। আগেই প্রকাশ পেয়েছে ‘প্রিন্স অফ ক্যালকাটা’র ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে। তার জন্য জোরকদমে কাজ শুরু করে দিয়েছেন অভিনেতা। কিন্তু স্ত্রী ডোনার ভূমিকায় থাকছেন কোন নায়িকা? সেই প্রশ্ন নিয়েও হয়েছে অনেক জল্পনা। সৌরভকন্যা সানা গঙ্গোপাধ্যায় অবশ্য তৃপ্তি দিমরিকে বেছেছিলেন ‘পর্দার মা’ হিসেবে। কিন্তু মহারাজের বায়োপিকে নায়িকা নির্বাচনে এবার ট্যুইস্ট!
সদ্য কলকাতায় পা রেখেছিলেন মুম্বইয়ের জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। ‘রক্তবীজ ২’-এর সেটে হাজির ছিলেন তিনি। সেখান থেকেই আরও বাড়তে শুরু করেছে জল্পনা, টলিপাড়ার তারকাদের সঙ্গে নাকি কাজ করতে চাইছেন মুকেশ। প্রসঙ্গত, কলকাতার অনেক অভিনেতা, অভিনেত্রীই বর্তমানে মুম্বইতে সমান তালে কাজ করছেন। সেই তালিকায় যেমন শাশ্বত চট্টোপধ্যায়, যিশু সেনগুপ্ত, টোটা রায়চৌধুরিরা রয়েছেন, তেমনই স্বস্তিকা মুখোপাধ্যায়ও। এবার কানাঘুষো শোনা গেল, সৌরভের বায়োপিকে নায়িকা হিসেবে মিমি চক্রবর্তী এবং ইশা সাহার নাম উঠে আসছে। ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে মুম্বইয়ের কাস্টিং ডিরেক্টর নাকি ভরসা রাখছেন বাঙালি অভিনেত্রীর উপরই। যদিও এখনও কিছু ঠিক হয়নি, তবে গুঞ্জন সত্যি হয় কি না নজর থাকবে সেদিকে।
উল্লেখ্য, স্বনামধন্য নৃত্যশিল্পী তথা সৌরভপত্নীর বাঙালিয়ানার সঙ্গে তৃপ্তি দিমরির কোনও মিল নেই! আর সেই প্রেক্ষিতেই সম্ভবত নায়িকার খোঁজে কলকাতায় এসেছেন মুকেশ ছাবড়া। এদিকে, মিমি এবং ইশা, দু’জনেই অভিনয়ে বেশ দক্ষ। এবার অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।