
ওঙ্কার ডেস্ক: ঠাকুরপুকুর দুর্ঘটনার তোলপাড় সংবাদ থেকে সমাজমাধ্যম। রবিবার আচমকাই ঝড়ের গতিতে ঢুকে পড়ে মদ্যপ পরিচালকের গাড়ি। কমপক্ষে পাঁচ-ছয় জনকে ধাক্কা মেরে এক ব্যক্তিকে পিষে দেয় ওই গাড়ি। ইতিমধ্যেই পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস জেল হেফাজতে রয়েছেন। এরই মধ্যে নতুন সংযোজন পরিচালকের প্রেমিকাকে শুরু হয়েছে নানান মন্তব্য। তার বড় কারণ তিনি রাজ চক্রবর্তীর ভাগ্নি। তাঁর সঙ্গেই প্রেমের সম্পর্কে ছিলেন অভিযুক্ত পরিচালক। ভিক্টোর এই কাজের জন্য সমালোচিত হতে হচ্ছে তার প্রেমিকাকে। যিনি ঘটনার রাতে উপস্থিতও ছিলেন না সেই গাড়িতে। এমতাবস্থায় বিতর্ক বাড়তেই এবার মুখ খুললেন রাজ চক্রবর্তী।
জানা যায়, রাজ চক্রবর্তীর ‘গোধূলি আলাপ’ সিরিয়ালটি পরিচালনার দায়িত্বে ছিলেন ভিক্টো। সেই প্রজেক্টে যুক্ত ছিলেন রাজের ভাগ্নি। সেখানই প্রেমের শুরু। এবার অযাচিত বিতর্ক নিয়ে মুখ খুললেন টলিউড পরিচালক। এই বিতর্কে রাজ চক্রবর্তী জানিয়েছেন, “আমার ভাগ্নির বয়স ২১ বছর। ওই পরিচালকের সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু বাচ্চা মেয়েটি কী জানত যে, ভিক্টো মদ্যপ অবস্থায় এমন কাণ্ড ঘটাবে? ভিক্টো যা করেছে, সেটা ক্ষমার অযোগ্য। রাজের সংযোজন, একজন ২১ বছরের মেয়েকে টার্গেট করা হচ্ছে। একজন মেয়ে, যাঁর ওই অ্যাক্সিডেন্টের সঙ্গে কোনও যোগই নেই, ওর দোষটা কোথায়? আমার ভাগ্নির মানসিক অবস্থা ঠিক কী! এটা তো কেউ জানতে চাইছে না। এমনকী ওর ছবি ব্যবহার করে মিথ্যে প্রচার চালানো হচ্ছে।
প্রসঙ্গত, ঠাকুরপুকুর কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন টলিউদের বহু তারকা। ভাস্বর চট্টোপাধ্যায়, তৃণা সাহা, সাহেব ভট্টাচার্য, রূপা রাই ভট্টাচার্য। প্রশ্ন তুলেছেন তাঁরা।