
ওঙ্কার ডেস্ক: মে মাসের দ্বিতীয় সপ্তাহে জলসার বাজিমাত। টিআরপি তালিকায় প্রথম স্থানে ‘পরশুরাম’। ৬.৮ নম্বর পেয়ে এক নম্বরে জায়গায় করে নিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। ৬.৫ পেয়ে এটা প্রথম স্থান ছিটকে গেল এই ধারাবাহিক। সম্প্রতি ১৩বার বেঙ্গল টপার হয়েছে ধারাবাহিক ‘পরিণীতা’। এই সপ্তাহে ৬.৩ পেয়ে সেই ধারাবাহিক রয়েছে তৃতীয় স্থানে। ‘পরিণীতা’-কে টেক্কা দিচ্ছে নতুন ধারাবাহিক ‘পরশুরাম’। এছাড়াও ‘ফুলকি’-ও রয়েছে তিন নম্বরে। চার নম্বর জায়গায় রয়েছে ‘রাঙামতি তিরন্দাজ’। ৬.২ নম্বর সেই ধারাবাহিকের। প্রথম পাঁচে জায়গা পেল ‘গৃহপ্রবেশ’। সেই ধারাবাহিকের রেটিং ৫.৪। এই সপ্তাহে প্রথম পাঁচে নেই ‘গীতা এলএলবি’। ৪.১ নম্বর পেয়েছে সেই ধারাবাহিকের। ‘চিরদিনই তুমি যে আমার’ একটুর জন্য প্রথম পাঁচে জায়গা করতে পারে নি। ‘চিরসখা’ আছে ৫.২-এ। ‘কোন গোপনে মন ভেসেছে’ থেকে ‘গৃহপ্রবেশ’, এসব ধারাবাহিকের রেটিং এই সপ্তাহে ৬ এর ঘরে পৌঁছতে পারেনি। ‘কথা’ ধারাবাহিকের রেটিং এই সপ্তাহে ৫.৩।
স্টার জলসা আর জি বাংলা মিলিয়ে পাঁচটা নতুন ধারাবাহিক আসছে। তাই যেসব ধারাবাহিকের রেটিং চারের কম, সেগুলো যে কোনও সময়ে বন্ধ হয়ে যেতে পারে এমনই আঁচ করা যাচ্ছে। সামগ্রিকভাবে বাংলা ধারাবাহিকের রেটিং যে কমছে, তা স্পষ্ট। টিআরপি তালিকা এমনই কে কাকে ছাপিয়ে যাবে বলা মুশকিল। তবে কেউ কারোর জায়গা ছাড়তে নারাজ। দেখা যাক পরের সপ্তাহে আবার প্রথম স্থান কে জায়গা করে নিতে পারে।