
স্পোর্টস ডেস্ক :জোড়া ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে কলকাতা নাইট রাইডার্স। আট ম্যাচের মধ্যে মাত্র তিনটি জয়। প্লে অফ নিশ্চিত করতে বাকি ছয় ম্যাচের মধ্যে সবকটিতেই জিততে হবে। একটি হারলে বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে। দুটি হারলে কোয়ালিফায়ারে যাওয়ার সম্ভবনা শেষ। কিন্তু মঈন আলি মনে করেন, এই জায়গা থেকেও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে নাইটদের। পাঁচ ম্যাচ হেরে সাত নম্বরে নেমে গিয়েছে শাহরুখ খানের দল.এদিন যেমন সাংবাদিক সম্মেলনে নাইট অল রাউন্ডার মঈন আলি আশার বাণী শোনালেন মুম্বই ইন্ডিয়ান্স যদি গত ৪ ম্যাচে হারের পরে জিততে পারে আমরা পারব না কেনো!
কম কথা বলছি। কয়েকটা ম্যাচ খারাপ গিয়েছে। ভালো ব্যাটিং হয়নি। চাপ আছে। কিন্তু সেটাকে উপভোগ করেই সাফল্য পেতে হবে।
আমরা আশাবাদী নক আউট নিয়ে। আমাদের ভালো খেলতে হবে। সকলেই জানে কী করতে হবে। সেইভাবেই সকলে মানসিকভাবে সকলে প্রস্তুত। আমরাও পারি।
লোয়ার অর্ডার ভালো করছে না ঠিক। এই নিয়ে ম্যানেজমেন্ট কথা বলেছে। তবে এতে ঘাবড়ানোর কিছু নেই। ভালো ব্যাটসম্যান আছে। ব্যাটিং গভীরতা আছে।
ব্যাটিংয়ের শক্তি হল সকলে ভালো শট খেলতে পারে। নারিনের মতো আগ্ৰাসী ব্যাটসম্যান আছে। রাহানের মতো ক্লাসিক ব্যাটার আছে। রাসেলের মতো বিধ্বংসী ব্যাটার আছে। ভেঙ্কি, রিঙ্কুর মতো ব্যাটার আছে। ওরা খুব প্রতিভাবান। সব মশলাই আছে। তাই আশাবাদী।’ পাঞ্জাবের কাছে গত ম্যাচে লজ্জা র হার সেই বিষয়ে মঈন বললেন,
‘গত ম্যাচ আমরা খারাপভাবে হেরেছি। তবে এটা হতেই পারে। এটা ভোলা কঠিন। কিন্তু এখান থেকে শিক্ষা নিয়েছি আমরা। চাহালের গত ম্যাচের পারফরমেন্স আমাদের মনে আছে। ও ভালো বোলার। তবে ভয় পাচ্ছি না।’ এদিকে পাঞ্জাবের স্পিন বোলিং কোচ সুনীল জোশি জানালেন,’শ্রেয়স ইয়ং লিডার সবার সঙ্গে কথা বলে নেট বোলারদের সঙ্গেও। আগে কেকেআরে ছিলো সেটা কোনো ব্যাপার না। আগেরবার ই ডে নে জিতেছিলাম সেইধারা এগিয়ে নিয়ে যেতে চাই।’ পেহেলগা হামলা নিয়ে তিনি বললেন, সত্যিই মর্মাহত। যে কোনো ধর্মের জন্য। গভীর সমবেদনা রইল।’