
নিজস্ব প্রতিনিধি, নদীয়া: রামনবমীর মিছিলে সবাই হাঁটতে চায়। কিন্তু কিছু ভূত, পেত, রাক্ষস, দানব রয়েছে যারা রামচন্দ্র কে ভয় পায়, তারাই নিজেদের মনে অসন্তোষ প্রকাশ করছে। আমরা তবুও বলবো রামচন্দ্র তাদের মঙ্গল করুক। রবিবার নদীয়ার নাকাশিপাড়ার বেথুয়াডহরি মাঠপাড়ায় রামনবমীর মিছিলে যোগ দেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। এখানে ঠিক এই ভাষাতেই বিরোধীদেরকে নিশিনি করেন তিনি।
রবিবার গোটা রাজ্যজুড়ে রামনবমী পালিত হচ্ছে। একাধিক জায়গায় চলছে রামের পূজা। রামনবমী নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রশাসনের তরফেও রামনবমী উপলক্ষে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এদিন রামনবমী উপলক্ষে নদীয়ার নাকাশিপাড়ায় বেতোয়া ডহরিতে রামনবমী উদযাপন কমিটির তরফে একটি শোভা যাত্রার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। উপস্থিত ছিলেন আরেক বিজেপি নেতা তথা আইনজীবী তরুজ্যেতি তেয়ারীও। এখানে রুদ্রনীল বলেন, রবিবার একদিকে যেমন রামনবমী তেমন অন্যদিকে বিজেপির প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রামচন্দ্রের কাছে প্রার্থনা দেশসহ গোটা রাজ্যে যেন মঙ্গল ফিরে আসে। এরপর তিনি বলেন, ছোট ছোট বাচ্চারা টিভি খুললেই দেখতে পায় কেউ চাকরি চুরি করেছে, কেউ গরু খেয়েছে, আবার কেউ কয়লা খেয়েছে। একই সঙ্গে তার আর দাবি, এই রামনবমী শুধুমাত্র হিন্দুদের নয়, যারা সংখ্যালঘু রয়েছে তাদের জন্য রামচন্দ্রের কাছে প্রার্থনা থাকবে। পাশাপাশি ওয়াকফ বিল নিয়েও মুখ খোলেন তিনি, বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলমান সংখ্যালঘুদের জন্য একটি বাড়তি উপহার দিলেন ওয়াকফ সংশোধনী বিল।