
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: অগ্নিগর্ভ মুর্শিদাবাদে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। যাতে আর কোনওরকম অশান্তি না ছড়ায় সেদিকে সতর্ক নজর রেখেছে প্রশাসন। রবিবার সকালে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে রুটমার্চ করছে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত বিভিন্ন এলাকায়।
সূত্রের খবর, রবিবার সুতি থানায় শান্তি বৈঠক ডাকা হয়েছে প্রশাসনের তরফে। সেখানে সমস্ত সংগঠনের নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবে প্রশাসনিক আধিকারিকরা। সেই আবহে স্থানীয়দের দাবি, হিন্দু সম্প্রদায়ের শতাধিক মানুষ ধুলিয়ান ফেরিঘাট থেকে নৌকা করে কালিয়াচক তিন নম্বর ব্লক তথা বৈষ্ণবনগর থানার অন্তর্গত পারলালপুর হাইস্কুলে আশ্রয় নিয়েছেন।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের পরিস্থিতি পর্যালোচনা করতে জেলায় আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ২৩ জন পুলিশকর্তাকে ‘বিশেষ ডিউটি’তে মুর্শিদাবাদে পাঠানো হচ্ছে। শমসেরগঞ্জ থানায় রবিবার তাঁদের রিপোর্ট করতে বলা হয়েছে। এলাকায় শান্তি ফেরাতে বিএসএফ এবং পুলিশ যৌথ ভাবে কাজ করছে। পুলিশ সূত্রে খবর, অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জঙ্গিপুর পুলিশ জেলায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদে এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা ১৩৮ ছাড়িয়ে গিয়েছে।