
ওঙ্কার ডেস্ক: জঙ্গলের ভিতর দিয়ে চলে গিয়েছে লাল মোরামের রাস্তা। সেই জঙ্গলের ভেতরে ঘোড়ার খুরের আওয়াজ। তার ম অধ্যে দিয়েই ঘোড়া ছুটিয়ে যাচ্ছে দুর্ধর্ষ এক ডাকাতদল। তাঁদের সামনেই সাদা ঘোড়ায় চেপে দীর্ঘাঙ্গী এক পুরুষ। মুখে চাপ দাঁড়ি। ঘোড়া থামিয়ে সঙ্গীদের নির্দেশ দিতে দেখা গেল তাঁকে। আউশগ্রামের জঙ্গলে দুদিন ধরে চলেছে দেব অভিনীত ‘রঘু ডাকাত’ সিনেমার শ্যুটিং।
আউশগ্রামের জঙ্গলমহলের মাঝে কালিকাপুর গ্রামে রয়েছে পুরনো আমলের সাতমহলার রাজবাড়ি। শাল পিয়ালের বন, রাজবাড়ি, ছোট ছোট আদিবাসী গ্রাম। এই পরিবেশে আগেও একাধিক ছবির শ্যুটিং হয়েছে টলিউডের তো বটেই, বলিউডেরও।
এবার টলিউড সুপারস্টার দেবের সিনেমার শ্যুটিং হল আউশগ্রামের আদুরিয়া জঙ্গলে। ছবির নাম ‘রঘু ডাকাত।’ ধ্রুব বন্দোপাধ্যায়ের পরিচালনায় আসছে এই ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেব। মঙ্গলবার ও বুধবার এই দুদিন কিছু কিছু দৃশ্যের শ্যুটিং হয়। আর শ্যুটিং দেখতে ভিড় জমিয়েছে স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে ছবিতে দেব ছাড়াও অভিনয় করছেন রূপা গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ইধিকা পাল এবং সোহিনী সরকার। দুদিনের শ্যুটিংয়ে ছিল আদুরিয়ার জঙ্গলে। ইতিমধ্যেই, রঘু ডাকাতের ভূমিকায় দেবের ঘোড়া ছোটানোর দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে।