
ওঙ্কার ডেস্ক: ছোট পর্দায় থেকেই অভিনয় শুরু অভিনেতা সৌরভ চক্রবর্তীর। ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকের মাধ্যমে পর্দায় আসেন অভিনেতা। তবে তিনি এখন পরিচালকও বটে। গত কয়েক বছরে অনেকগুলো ওয়েব সিরিজ পরিচালনা করে ফেলেছেন তিনি। মাঝে তাই সৌরভকে ধারাবাহিকে সে ভাবে দেখা যায়নি।তবে কানাঘুষো শোনা যাচ্ছে আবারও ছোট পর্দায় ফিরছেন অভিনেতা। স্টার জলসার সঙ্গে নাকি ইতিমধ্যেই কথাবার্তা পাকা হয়ে গিয়েছে অভিনেতার। তবে সৌরভের বিপরীতে নায়িকা কে তা যদিও প্রকাশ পায়নি। এখন প্রশ্ন উঠছে সত্যিই কি তবে ছোট পর্দায় ফিরছেন নায়ক?
তবে অভিনেতার কথায় তিনি নাকি নিজেই এখনও কিছু জানেন না। সৌরভ বললেন, ছোট পর্দার মাধ্যমেই আমার অভিনয় শুরু। এই মাধ্যম অভিনেতাদের দর্শকের কাছে পৌঁছে দেয় অনেক দ্রুত। তাই ধারাবাহিকে অভিনয় করব না, এমন ভাবনা কোনোদিন আসে নি। তবে স্টার জলসার কোনও ধারাবাহিকে আমি আদৌ ফিরছি কিনা সে কথা আমি সত্যিই জানি না। এরই মধ্যে শোনা যাচ্ছে অভিনেত্রী শোলাঙ্কি রায়ের বিপরীতে দেখা যেতে পারে সৌরভকে। যদিও এখনও চূড়ান্ত হয়নি কিছুই।
প্রসঙ্গত, সৌরভের ঝুলিতে রয়েছে একগুচ্ছ হিট ধারাবাহিক। ‘বধূ কোন আলো লাগল চোখে’, ‘আজ আড়ি কাল ভাব’, ‘মেম বউ’ সব ধারাবাহিকেই তিনি জনপ্রইতা পেয়েছে দর্শকের কাছ থেকে। সেই সঙ্গে পাল্লা দিয়ে ওয়েব সিরিজ়ও অভিনয় করেছেন সৌরভ।