
ওঙ্কার ডেস্ক: গত বছর প্রথম বার কন্যা সন্তানের বাবা হয়েছেন বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক। তবে বাড়ির নিয়মানুযায়ী এখনও মেয়ে কৃষভির মুখ প্রকাশ্যে আনেননি কাঞ্চন-শ্রীময়ী। তবে এবার বোধহয় সকলেই দেখতে পাবেন ছোট্ট কৃষভিকে। কারণ আগামী বুধবার তার মুখেভাতের অনুষ্ঠান।
কাঞ্চন মল্লিক জানান, তাঁদের বাড়িতে মুখেভাতের অনুষ্ঠানের নিয়ম নেই। সেই কারণে কলকাতার ইস্কনে গিয়ে কৃষভির মুখে তুলে দেওয়া হবে প্রসাদ। একেবারেই অড়ম্বর ছাড়াই পালিত হবে এই অনুষ্ঠান। অভিনেতার কথায়, “বাড়িতে গোপাল আছে, তাই অন্নপ্রাশন হয় না। তাই ঠিক পরশুদিন ইস্কনে গিয়ে ঠাকুরের প্রসাদ দেব। আশা করছি, এরপরেই মেয়ের ছবি সকলের সামনে নিয়ে আসতে পারব।”
মেয়েকে বাড়িতে রেখেই জোরকদমে কাজ করছেন কাঞ্চন ও শ্রীময়ী। নতুন ধারাবাহিকে কাজ শুরু করেছেন শ্রীময়ী। অন্য, কাঞ্চনের হাতেও পরপর ছবির কাজ। কিছু দিন আগে কাজের চাপ অসুস্থ হয়ে পড়েছিলেন কাঞ্চন। হাসপাতালেও ভর্তি হন অভিনেতা। তবে জানা গিয়েছে, দুর্বলতা থাকলেও আগের থেকে এখন অনেকটাই ভাল আছেন অভিনেতা কাঞ্চন মল্লিক।