
ওঙ্কার ডেস্ক: শুরু গিয়েছে অভিনেতা দেবের পরের ছবি ‘রঘু ডাকাত’-এর শুটিং। ইতিমধ্যে সমাজমধ্যমে সেই শুটিং কিছু অংশ দেখাও গিয়েছে। সেই ব্যস্ততার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সপরিবারে দিঘায় পৌঁছে গিয়েছিলেন দেব। জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে সাংসদ-অভিনেতার সঙ্গী মা-বাবা এবং বোন। মন্দির উদ্বোধনের আগের সন্ধেতেই বঙ্গোপসাগরের সৈকতভূমিতে পা রেখেছেন তিনি। সারাদিন মন্দিরের আচার-অনুষ্ঠানে অংশ নেন এবং বিকেলে সপরিবারে চলে গিয়েছিলেন সমুদ্র সৈকতে। আর সেখানেই ক্যামেরাবন্দি হলেন সাংসদ-অভিনেতার ‘ফ্যামিলি টাইম’।
পুজোর সময়ে দেবকে দেখা গিয়েছিল হলুদ পাঞ্জাবিতে। আর অনুষ্ঠান শেষ হওয়ার পর ক্যাজুয়াল পোশাকে মা-বাবার সঙ্গে টলিউড তারকার দেখা মিলল সৈকতে পরনে ধূসর রঙের টি-শার্ট। আর ‘রঘু ডাকাত’-এর জন্য রাখতে হয়েছে বড় চুল দাড়ি। পড়ন্ত বিকেলে তাঁকে দেখা গেল সেলফি তুলতে , আবার কখনও বা সমুদ্রকে সাক্ষী রেখে মা-বাবার হাসিমুখ ফ্রেমবন্দি করলেন তিনি। আর ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে শ্রীক্ষেত্র থেকে সেসব বিশেষ মুহূর্তই সমাজমাদ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সাংসদ-অভিনেতা। একের পর এক ফ্রেম দেখেই বোঝা গেল, দেব যে বেশ উপভোগ করছেন সমুদ্র সৈকত।