
ওঙ্কার ডেস্ক: ‘ভাল বন্ধু’ ছিলেন তাঁরা। বিভিন্ন সময়ে তাঁদের প্রেমের গুঞ্জন উড়ে এলেও নিজেদেরকে বরাবর ভালো বন্ধু হিসাবেই দাবি করেছেন। সেই দুই প্রিয় বন্ধু এবার সোজা ছাদনাতলায়!
শহরের এক অভিজাত ক্লাবে গত মঙ্গলবার বিয়ে সেরেছেন অভিনেতা অভিষেক বসু ও শার্লি মোদক। ফুলকি ধারাবাহিকের নায়ক অভিষেক। অন্যদিকে শার্লিও একই ধারাবাহিকেরই খলনায়িকা। ধারাবাহিক করতে গিয়েই পরিচয় দু’জনের, তারপর বন্ধুত্ব-প্রেম। মঙ্গলবার সেই সম্পর্কে নতুন নাম জুড়েছে।
শার্লিই প্রথম নয় এর আগে অভিনেত্রী সুরভী মল্লিকের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিষেক। মাঝেমধ্যে কানাঘুষো শোনা গিয়েছিল তাঁদের নিয়েও। ২০২৪ সালের ডিসেম্বরে তাঁদের বিয়ের কথাও শোনা গিয়েছিল। তবে হঠাৎই সব ওলট পালট।
মঙ্গলবার অভিষেক ও শার্লির আইনি বিয়ে হতেই, বুধবার ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার সুরভী। তাতে লেখা, “ভগবান জানত। আমি জানতাম। আর এখন গোটা দুনিয়ার লোক জানল।” সঙ্গে লেখা, ‘এখন থেকে কর্মফল শুরু হল’। কেন বিচ্ছেদ হয়েছিল সুরভী আর অভিষেকের? সেই প্রশ্নে কেউই মুখ খোলেননি। তবে প্রাক্তন প্রেমিকের বিয়ের দিনই এই পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।