
ওঙ্কার ডেস্ক: গত সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থানে ছিল জগদ্ধাত্রী। এই সপ্তাহেও বেঙ্গল টপার হলো এই ধারাবাহিক। তাদের প্রাপ্ত নম্বর ৭। গত সপ্তাহের তুলনায় এই ধারাবাহিকের রেটিং কমেছে। দ্বিতীয় স্থানে আছে ‘পরিণীতা’। ৬.৬ পেয়ে এটা প্রথম স্থান থেকে সরে আসতে হল এই ধারাবাহিককে। সম্প্রতি ১৩বার বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক। ৬.৫ পেয়ে ‘ফুলকি’ রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে ‘পরশুরাম’। এই সপ্তাহে ৬.২ পেয়েছে সেটি। পাঁচ নম্বর জায়গায় রয়েছে জলসার ‘রাঙামতি তিরন্দাজ’। ৬ রেটিং ধারাবাহিকের। এই সপ্তাহে প্রথম পাঁচে নেই ‘গীতা এলএলবি’। ৫ রেটিং সেই ধারাবাহিকের। ‘চিরদিনই তুমি যে আমার’ অল্পের জন্য পিছিয়ে গেল। ৫.৪ রেটিং নিয়ে এবার স্লট লিডার হয়েছে এই ধারাবাহিক। ‘চিরসখা’ রয়েছে ৫.৪-এ। ‘কোন গোপনে মন ভেসেছে’ থেকে ‘গৃহপ্রবেশ’, এসব ধারাবাহিকের রেটিং এই সপ্তাহে ৬ ছুঁতে পারেনি। ‘কথা’ ধারাবাহিকের রেটিং এই সপ্তাহে ৫.৫। আগের সপ্তাহের চেয়ে রেটিং বেড়েছে এই ধারাবাহিকের।
কোন সপ্তাহে কোন ধারাবাহিক এগিয়ে যাবে তা নির্ভর করে টিআরপির নম্বরের ওপর।সেই অনুযায়ী নির্দিষ্ট গ্রুপে বেঙ্গল টপার হবে। ইদানীং তাক লাগিয়ে দিচ্ছিল ‘পরিণীতা’। ঈশানী চট্টোপাধ্যায় আর উদয় প্রতাপ সিং রয়েছেন ধারাবাহিকের নায়ক-নায়িকা হিসাবে। কিন্তু গত কয়েক সপ্তাহ জুড়ে একটু পিছিয়ে পড়েছে এই ধারাবাহিক। তবে জগদ্ধাত্রী ফিরেছে তার ছন্দে। আর এখন আবার পরের সপ্তাহের অপেক্ষা। আপনার প্রিয় ধারাবাহিক কি হতে পারবে প্রথম? তার জন্য চোখ রাখতে হবে পরের সপ্তাহের টিআরপি তালিকায়।